কলকাতা পুরসভা বকেয়া ওয়ার্ড গুলিতে এলইডি লাগানোর ব্যবস্থা করলো
Updated : 11/22/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সমস্ত ওয়ার্ডে পরিবেশ বান্ধব এলইডি আলো লাগানোর সিদ্ধান্ত আগেই নিয়েছে কলকাতা পুরসভা ।সেই মত ওয়ার্ড ভিত্তিক ভাবে আলো লাগানো হয় নির্দিষ্ঠ সময় অন্তর ।তার পরেও দেখা যাচ্ছে অনেক এলাকা এখনো এলইডি আলোর আওতায় আসেনি সেই সব জায়গা চিন্নিত করে আলো বসানো হচ্ছে । ৭ নম্বর বোরোর অধীনস্থ এলাকাতে ওই আলো বসাতে খরচ হবে প্রায় ৮ লক্ষ্য টাকা ।
...
কলকাতা তে আজকে চলবে কম মেট্রো
Updated : 11/08/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গুরু নানকের জন্মদিন উপলক্ষে ছুটি থাকায় ,আজকে - মঙ্গলবার শহরে কম মেট্রো চলাচল করবে বলে জানান মেট্রো কর্তৃপক্ষ ।২৮৮ টির জায়গায় আজকে আপ ডাউন মিলিয়ে ২৩৪ টি ট্রেন চলাচল করবে ।তবে পরিষেবা চালু থাকার সময়ের
হের্ ফের হচ্ছে না । সকাল ৬:৫৫ মিনিট থেকে রাত ১০:৩৫ মিনিট অব্দি পরিষেবা চালু থাকবে ।
...
কলকাতা ও বিশ্ব বিদ্যালয়ের পুনর নিয়োগ খারিজ
Updated : 09/14/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতা হাই কোর্টের বিচারপতির ডিভিশন বেঞ্চ ,কলকাতা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী ,পুনর নিয়োগের সরকারি নির্দেশ খারিজ করে দিয়েছেন । সেই সঙ্গে তারা বলেন কোনো রাজ্য সরকারের এক্তিয়ার নেই ও উপাচার্য্যের নিয়োগ অথবা পুনর্নিয়োগের ।২০২১ শালের ২৭ সে অগাস্ট বর্তমান উপাচার্যের মেয়াদ ফুরোনোর পরে ,রাজ্য সরকার তাকে ৪ বছরের জন্য পুনর্নিয়োগ দিয়েছিলেন যা চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করেন এক আইনজীবী ।
...
কলকাতা পুরসভা ও পর্যটন দফতর যৌথ উদ্যোগে তৈরি করতে চলেছেন হোম স্টে
Updated : 08/30/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বাইরের দেশ বিদেশের অতিথিরা কাজে কলকাতায় আসলে থাকা খাওয়ার জন্য বাড়ির পরিবেশ চান । সেই লক্ষ্যেই কলকাতা পুরসভা ও পর্যটন দফতর যৌথ উদ্যোগে হোম স্টের ব্যবস্থা তৈরি করতে কলকাতার বুকে । তারা চাইছেন হোম স্টে চালু হলে |তার যাবতীয় তথ্য পুরসভা এবং পর্যটন দফতরের ওয়েবসাইটে থাকবে ।কেউ তার বাড়িকে হোম স্টে তে পরিবর্তন করলে তাকে সরকারি ভাবে প্রশিক্ষণ দেওয়া হবে এবং অন্যান্য পরিষেবা ।এই জন্য তৈরি হয়েছে হোম স্টে ট্যুরিজম পলিসি ২০২১।
...
কলকাতা পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডে তৈরি হলো পাম্পিং স্টেশন
Updated : 08/30/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পরিশ্রুত পানীয় জলের চাহিদা মেটাতে কলকাতা পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডে তৈরি হলো বুস্টার পাম্পিং স্টেশন।মঙ্গলবার কলকাতার মেয়র তার উদ্বোধন করবেন ।পুরসভার সূত্রে জানানো হয়েছে ওই এলাকার বাসিন্দারা এতদিন নলকূপের উপরে নির্ভরশীল ছিলেন বুস্টার পাম্পিং স্টেশন টি তৈরি হয়ে যাওয়াতে প্রতিদিন ১৮ লক্ষ্য লিটার পরিস্রুত পানীয় জল ওয়ার্ডের বিভিন্ন জায়গায় সরবরাহ করা সম্ভব হবে ।
...
কলকাতা পুরসভার সুরক্ষার জন্য প্রতিটি বাতি স্তম্ভে লাগবে আর্থ মেগার
Updated : 07/10/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা তে বাতি স্তম্ভ থেকে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর হার বেড়ে যাওয়ার ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এক অধ্যাপক আর্থ মেগার যন্ত্র লাগাবার প্রস্তাব দেন ।তার পরে মেয়র বলেন যে ১৪৪ টি ওয়ার্ড এই যন্ত্র
কিনবে ।তার ফলে বাতিস্তম্ভে আর্থিংয়ের সমস্যা থাকলে অথবা বাতিস্তম্ভ বিদ্যুতায়িত হলে তা ধরা পড়বে ,এই ছাড়া একটি হোয়াটস আপ নম্বরে তা ছবি তুলে পাঠানোর কথা বলেন ।
...
কলকাতা পুরসভা তাদের ওয়েবসাইটে বেআইনি বাড়ির তালিকা প্রকাশ করবে
Updated : 07/03/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল টক্ টু মেয়র অনুষ্ঠানের শেষে ফিরহাদ হাকিম বলেন অনেক প্রোমোটার বেআইনি ফ্ল্যাট তৈরি করছেন। বহু ক্ষেত্রে সেটার বিষয়ে খোঁজ না নিয়ে মানুষ সেটি কিনে ফেলছেন ,তাই মানুষের জানার জন্য বেআইনি বাড়ির তালিকা দেওয়া
হবে ,পুরসভার ক্ষেত্রে রেজিস্ট্রি অফিসে ও শহরে নির্মীয়মান বেআইনি বাড়ির তালিকা দেওয়া হবে ।
...
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে স্মারক লিপি দিলো ছাত্রসংগঠন
Updated : 04/23/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা বিশ্ববিদ্যালয়ের হোস্টেল গুলিতে বেশ কিছু সমস্যার সমাধান ,এবং ক্যাম্পাসের বাস পরিষেবা চালু করা সহ একাধিক দাবিতে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে স্মারক লিপি দিলো ছাত্র সংগঠন ডিএসও। সংগঠনের সম্পাদক বলেন হোস্টেল গুলির জীর্ণ দশা রান্নাঘর গুলির দুর্দশা এবং ক্যাম্পাসগুলির মধ্যে বাস পরিষেবা চালু করা অবিলম্বে দরকার ।
...
হাই কোর্টের রক্ষা কবচ পেলো না এসএসসির চার উপদেষ্টা কমিটির সদস্য
Updated : 04/05/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল দিনভর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ালেন এসএসসির উপদেষ্টা কমিটির সদস্যরা ।তাদের আপিল মামলা টি শুনানি শুনতে কোনো ডিভিশন বেঞ্চ রাজি হয়নি ।তাই শেষ অব্দি সিবিআইয়ের আঞ্চলিক দফতরে তাদের তদন্তকারী অফিসার দের সামনে জেরার মুখোমুখি হতে হলো । আজকে সেই মামলা টির শুনানি হবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ।
...
কলকাতা পুসভায় পেনশন বন্ধ
Updated : 01/28/2022, IST
চরম অর্থ সংকটের কবলে পড়েছে কলকাতা পুরসভাতাদের টাকা না থাকায় গত পাঁচমাস যাবৎ পেনশন ও অবসরপ্রাপ্ত কর্মীদের অবসরের টাকা ও দিতে পারছে নাপেনশন বিভাগে এই মর্মে নোটিশ লাগানো হয়েছেগত সেপ্টেম্বর থেকে এই অবস্থা চলছএখন অবধি ৬৪০ জন অবসরপ্রাপ্ত কর্মীর পেনশন ফাইল জমে গেছ| তারা রোজ ই পুরসভায় তাগাদা দিচ্ছেন কিন্তু আশাহত হয়ে ফিরে যাচ্ছেন। তবে জানা গেল তাদের বকেয়া মেটানোর চেষ্টা চলছে। ।
...
শহরের ট্রাফিক সিগন্যাল
Updated : 01/23/2022, IST
আবার কলকাতা শহরে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা ফিরে আসতে চলেছে। এই ব্যবস্থা শনিবার শ্যামবাজার থেকে ধর্মতলা অবধি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এই বিষয়টি সফলতা লাভ করলে পরে শহরের অন্য রাস্তাতেও এই ব্যবস্থা চালু করা হবে। একটি মোড়ে সবুজ আলো জ্বললে তার পরের কয়েকটি সিগন্যাল ও সবুজ থাকবে যাতে গাড়িকে বার বার থামতে না হয়। তবে মিটিং মিছিল থাকলে ট্রাফিক পুলিশেরাই সিগন্যালের দায়িত্ব নেবেন।
...
বেশী ট্রেড লাইসেন্স ফি আদায় হল
Updated : 12/27/2021, IST
করোনার জন্য কলকাতা পুরসভার আর্থিক অবস্থা মুখ থুবড়ে পড়েছিল। টাকা না থাকায় কর্মীদের বেতন দেওয়া নিয়ে সমস্যা দেখা দেয়। সমস্ত বিভাগ থেকে আয় গিয়ে তলানিতে ঠেকে। লাইসেন্স দপ্তরের কর্মী সংখ্যা কম। কিন্তু যারা আছেন তারা দায়িত্ব নিয়ে লাইসেন্স বাকি থাকা ব্যবসায়ীদের কাছে গিয়ে বকেয়া টাকা আদায়ের ব্যবস্থা করেছেন। ফলে এখন অবধি এইদপ্তরে বছর শেষ হওয়ার তিন মাস আগেই দুবছর আগের পুরসভার আয়ের পরিমান অতিক্রম করে গেছে।
...
কলকাতায় ওমিক্রন
Updated : 12/23/2021, IST
আসার আশংকা অনেকেই করেছিলেন। কিন্তু এবারে শহর কলকাতায় ওমিক্রন চলে এল। দক্ষিণ কলকাতার দুই বেসরকারি হাসপাতালে দুজনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। ছ জনের লালা রস পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তারমধ্যে তিনজনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ২ জন্যে অমিক্রনে আক্রান্ত। আরো তিনজনের রিপোর্ট আসা বাকি আছে। এই দিনই প্রথম এ রাজ্যে ওমিক্রন ধরা পড়ল।
...
শহরের বহুতল নিয়ে ট্রাফিক অডিট করতে চলেছে লালবাজার
Updated : 12/22/2021, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শহরের অলিতে গলিতে কানাচে প্রচুর বহুতল বাড়ি তৈরি হওয়ার ফলে ট্রাফিক সমস্যা বাড়ছে শহর জুড়ে ।পুলিশের কাছে বিস্তারিত জানতে চেয়েছিলো কলকাতা পুরসভা । তার ফলে অনুমোদিত নকশা অনুযায়ী পার্কিং লট তৈরি হয়েছে কিনা তা জানতে ট্রাফিক অডিট তৈরি করেছে লাল বাজার ।সূত্র অনুযায়ী বলা হয়েছে দ্রুত এই কাজ শেষ হবে ।
...
কলকাতা পুরসভার ভোটে অশান্তি নিয়ে জোড়া মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে
Updated : 12/21/2021, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিগত ১৯ সে ডিসেম্বর সারা কলকাতা জুড়ে পুরসভার নির্বাচন কে ঘিরে যে অশান্তি হয়েছিল তাকে ঘিরে যে অশান্তি হয়েছিল তার সুবিচার চাইতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো ১) কলকাতা ২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী দেবলীনা সরকার ২) ওই একই আবেদন জানিয়েছেন বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায় ।প্রধান বিচারপতির এজলাশে মামলা দায়ের করা হয়েছে এবগ তা গৃহীত হয়েছে । আগামী বৃহস্পতিবার দুটি মামলার জোড়া শুনানি হতে পারে ।
...
কলকাতায় শীত পড়ল
Updated : 12/18/2021, IST
বাংলা বছরে পৌষ ও মাঘ এই দুই মাস শীত কালতবে এবারে পৌষের মাস পয়লা শুক্রবারে ঠান্ডা মালুম হল কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গেতবে এখনো কড়া ঠান্ডা অনুভূত হয় নিকলকাতায় ১৩.৯,ব্যারাকপুরে ১২.৮,পুরুলিয়ায় ১১.১ পানাগড়ে ১০.৩,শিলিগুড়িতে ১০.১ ও কোচবিহারে ১০.৫ ডিগ্রিআবহাওয়া দপ্তর জানাচ্ছে রবিবার তাপমাত্রা আরো নেমে কলকাতায় ১২ ডিগ্রিতে পৌঁছে যাবেবাংলার পশ্চিমের জেলাগুলি সহ বিহার ,ঝাড়খণ্ডে শীত বাড়বে।
...
কলকাতায় ১৪৪ ধারা
Updated : 12/17/2021, IST
আগামী রবিবার পুরভোট শুরু হওয়ার আগেই কলকাতা পুলিশ গোটা কলকাতা সহ ১৪৪ টি ওয়ার্ড জুড়ে ১৪৪ ধারা জারি করবে।আজ বিকাল পাঁচটায় ভোটের প্রচার শেষ হবে। এস শুক্রবার বিকাল ৫ টা থেকে রবিবার ভোট চলা পর্যন্ত ড্রাই ডে থাকবে। এই সময় কলকাতা পুর এলাকায় সমস্ত মদের দোকান, বার বন্ধ থাকবে। এখন অবধি ঠিক আছে কলকাতা পুলিশ ই নিরাপত্তার ব্যবস্থা করবে। মোট ৯৫০ জন প্রার্থী এবারে ভোটে নেমেছেন এবং ৬৫৭০ টি ইভিএম ব্যবহার করা হবে।
...
সব বুথে সিসি ক্যামেরা
Updated : 12/15/2021, IST
আসন্ন পুর ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হবে কিনা তা নিয়ে আদালত এখনো রায় দেয় নি। কিন্তু সমস্ত বুথে ও স্ট্রং রুমে সিসি ক্যামেরা রাখার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। আজ বুধবার হাইকোর্ট অন্য একটি মামলায় কমিশনের বক্তব্য শুনবে কেন্দ্রিয়বাহিনী নিয়োগ নিয়ে। অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন হুমকির অভিযোগ এলেও কেউ তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি এবং এই মাসে কোন নতুন অভিযোগ জমা পড়ে নি।
...
৩৩ টি ওয়ার্ডে জোট হল
Updated : 12/04/2021, IST
কাগজে কলমে বামফ্রন্ট ও কংগ্রেস জোট বদ্ধ না হলেও কলকাতা পুর সভার ৩৩ টি ওয়ার্ডে জোট হয়ে গেছেঅন্যদিকে ২ টি ওয়ার্ডে দুই দলের কেউ প্রার্থী না দেওয়ায় সেখানে তৃণমূল ও বিজেপি সরাসরি লড়াই করছেজোট করে বিধানসভা ভোটে লড়েছিল কংগ্রেস ও বামফ্রন্ট।দুদলের শোচনীয় পরাজয় ঘটেছেকেউ ১ টি ও আসন পায়নিকংগ্রেস ১২৫ টি ও বামফ্রন্ট ১২৮টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে। আজ মনোনয়নপত্র প্রত্যাহার শেষ হলে আসল ছবি পাওয়া যাবে।
...
কলকাতায় ডিজেল সেঞ্চুরি করল
Updated : 10/28/2021, IST
রাজ্যের অনেক জায়গায় জিজেল আগেই সেঞ্চুরি করলেও আজ বৃহস্পতিবার থেকে কলকাতায় ডিজেলের সেঞ্চুরি হল আজকের দাম ১০০.১৪ টাকা পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৮.৭৮ টাকা এর ফলে পরিবহন খরচ বাড়বে এবং সব জিনিসের দাম আকাশছোঁয়া হয়ে যাবে। মানুষের যাওয়া আসার খরচ বাড়ছে। অনেক বাস ডিজেলের দাম বাড়ায় চলা বন্ধ করেছে।আগামী দিনে এই সংখ্যা বাড়বেপরিবহন শিল্পে অনেকের কাজ চলে যাবে ও মানুষের দুর্গতির শেষ থাকবে না।
...
কলকাতায় করোনা বাড়ছে
Updated : 10/19/2021, IST
উৎসব মরসুমের আগেই ডাক্তাররা ভিড় না করার পরামর্শ দিয়েছিলেন কিন্তু মানুষ কথা শোনেনি আদালত মণ্ডপে ভিড় না বাড়ানোর নির্দেশ দিয়েছিল কিন্তু মানুষ সেই নিষেধ অগ্রাহ্য করে আনন্দে মেতে উঠেছিল তার ফল এখন বোঝা যাচ্ছে এখন করোনা সংক্রমণ মাথা চাড়া দিচ্ছেদৈনিক সংক্রমণ বাড়তে শুরু করে দিয়েছেকিছুদিন পরে অবস্থা কি দাঁড়াবে তা নিয়ে চিন্তায় বিশেষজ্ঞ ও ডাক্তাররা। প্রশাসন কড়া ও মানুষ সচেতন হলে এই অবস্থা এড়ানো যেত ।
...
কলকাতার চিকিৎসক মহলের চিন্তা বাড়াচ্ছে পুজো দেখার ভিড়
Updated : 10/12/2021, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পঞ্চমী থেকে ষষ্ঠীতে তে কলকাতা শহরের উত্তর থেকে দক্ষিণে যেই ভাবে করোনা সতর্ক বিধি কে না মেনে মানুষ ঝাঁপিয়ে পড়েছেন পুজো দেখার জন্য , সেই চিত্র দেখে কলকাতার চিকিৎসক ও বিজ্ঞানী মহল খুব আতঙ্কিত আসন্ন করোনার তৃতীয় ঢেউ নিয়ে ,মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার তালুকদার বলেন ,মানুষের এমং বেপরোয়া মনোভাব যদি এখনই রোখা না যায় তবে ফের করোনা বাড়বে ।
...