������������������

কলকাতা পুরসভা বকেয়া ওয়ার্ড গুলিতে এলইডি লাগানোর ব্যবস্থা করলো

Updated : 11/22/2022, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সমস্ত ওয়ার্ডে  পরিবেশ বান্ধব এলইডি  আলো  লাগানোর সিদ্ধান্ত আগেই নিয়েছে কলকাতা পুরসভা ।সেই মত ওয়ার্ড ভিত্তিক ভাবে আলো  লাগানো হয় নির্দিষ্ঠ সময় অন্তর ।তার পরেও দেখা যাচ্ছে অনেক এলাকা এখনো এলইডি  আলোর আওতায় আসেনি সেই সব জায়গা চিন্নিত করে আলো  বসানো হচ্ছে । ৭ নম্বর বোরোর  অধীনস্থ  এলাকাতে ওই আলো  বসাতে  খরচ হবে প্রায় ৮ লক্ষ্য  টাকা । ...

কলকাতা তে আজকে চলবে কম মেট্রো

Updated : 11/08/2022, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গুরু নানকের জন্মদিন উপলক্ষে ছুটি থাকায় ,আজকে - মঙ্গলবার শহরে কম মেট্রো চলাচল করবে বলে জানান মেট্রো  কর্তৃপক্ষ ।২৮৮ টির  জায়গায় আজকে আপ ডাউন মিলিয়ে ২৩৪ টি ট্রেন চলাচল করবে ।তবে পরিষেবা চালু থাকার সময়ের  হের্ ফের হচ্ছে না । সকাল ৬:৫৫ মিনিট থেকে রাত  ১০:৩৫ মিনিট অব্দি পরিষেবা চালু থাকবে । ...

কলকাতা ও বিশ্ব বিদ্যালয়ের পুনর নিয়োগ খারিজ

Updated : 09/14/2022, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতা হাই কোর্টের বিচারপতির ডিভিশন বেঞ্চ ,কলকাতা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী ,পুনর  নিয়োগের সরকারি নির্দেশ খারিজ করে দিয়েছেন । সেই সঙ্গে তারা বলেন কোনো রাজ্য সরকারের  এক্তিয়ার  নেই  ও উপাচার্য্যের  নিয়োগ অথবা পুনর্নিয়োগের ।২০২১ শালের  ২৭ সে অগাস্ট বর্তমান উপাচার্যের মেয়াদ ফুরোনোর পরে ,রাজ্য সরকার তাকে ৪ বছরের জন্য পুনর্নিয়োগ দিয়েছিলেন যা চ্যালেঞ্জ  করে  আদালতে আবেদন করেন এক আইনজীবী । ...

কলকাতা পুরসভা ও পর্যটন দফতর যৌথ উদ্যোগে তৈরি করতে চলেছেন হোম স্টে

Updated : 08/30/2022, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বাইরের দেশ বিদেশের অতিথিরা কাজে কলকাতায় আসলে  থাকা খাওয়ার  জন্য বাড়ির পরিবেশ চান । সেই লক্ষ্যেই কলকাতা পুরসভা ও পর্যটন দফতর যৌথ উদ্যোগে হোম স্টের ব্যবস্থা তৈরি  করতে কলকাতার বুকে । তারা চাইছেন হোম স্টে  চালু হলে |তার যাবতীয় তথ্য পুরসভা এবং পর্যটন দফতরের ওয়েবসাইটে  থাকবে ।কেউ তার বাড়িকে হোম স্টে  তে পরিবর্তন করলে  তাকে সরকারি  ভাবে প্রশিক্ষণ দেওয়া  হবে এবং অন্যান্য পরিষেবা ।এই জন্য তৈরি  হয়েছে হোম স্টে  ট্যুরিজম  পলিসি  ২০২১। ...

কলকাতা পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডে তৈরি হলো পাম্পিং স্টেশন

Updated : 08/30/2022, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পরিশ্রুত  পানীয় জলের চাহিদা মেটাতে  কলকাতা পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডে তৈরি  হলো বুস্টার পাম্পিং স্টেশন।মঙ্গলবার  কলকাতার মেয়র তার উদ্বোধন করবেন ।পুরসভার সূত্রে জানানো হয়েছে ওই এলাকার বাসিন্দারা এতদিন নলকূপের উপরে নির্ভরশীল  ছিলেন বুস্টার পাম্পিং স্টেশন টি  তৈরি  হয়ে যাওয়াতে  প্রতিদিন  ১৮ লক্ষ্য  লিটার পরিস্রুত পানীয় জল ওয়ার্ডের বিভিন্ন জায়গায় সরবরাহ করা সম্ভব হবে । ...

কলকাতা পুরসভার সুরক্ষার জন্য প্রতিটি বাতি স্তম্ভে লাগবে আর্থ মেগার

Updated : 07/10/2022, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা তে বাতি স্তম্ভ থেকে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে  মৃত্যুর হার বেড়ে যাওয়ার ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের  ইলেট্রিক ইঞ্জিনিয়ারিং  বিভাগের  এক অধ্যাপক  আর্থ  মেগার  যন্ত্র লাগাবার প্রস্তাব দেন ।তার পরে মেয়র বলেন  যে ১৪৪ টি ওয়ার্ড এই যন্ত্র  কিনবে ।তার ফলে বাতিস্তম্ভে  আর্থিংয়ের  সমস্যা থাকলে  অথবা বাতিস্তম্ভ বিদ্যুতায়িত হলে তা ধরা পড়বে  ,এই ছাড়া একটি হোয়াটস আপ নম্বরে  তা ছবি তুলে পাঠানোর কথা বলেন । ...

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।