ইসরায়েল হামাস যুদ্ধ ব্যাপক আকার ধারণ করছে
Updated : 10/18/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইসরায়েল হামাস যুদ্ধে গতকাল গাঁজার আল -আহলি আরবি ব্যাপ্টিস্ট হাসপাতালে ইসরায়েলি যুদ্ধবিমানের হানায় গতকাল নিহত হয়েছেন অন্তত ৫০০ জন । ইসরায়েলের দাবি গাঁজা থেকে ইসলামিক জেহাদি গোষ্ঠীর চোরা রকেট আঘাত হেনেছে ,হাসপাতালে । আল-মাগহাজির একটি স্কুলে প্যালেস্টাইন রাষ্ট্রদূতের বক্তব্য গাজার অবস্থা ভূতের সিনেমার মত পুর অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল ।
...
আমেরিকার ইতিহাসে নজির ভেঙে গ্রেপ্তার হলেন ট্রাম্প
Updated : 04/05/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত ৪ এপ্রিল পর্ণ তারকা কে ঘুষ দিয়ে মুখ বন্ধ করে প্রেসিডেন্ট নির্বাচন প্রভাবিত করার দায়ে অভিযুক্ত হয়েছেন ,দেশের ৪৫ তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।আদালতে হাজির হয়ে আত্মসমর্পন করেন তিনি, নিয়ম মেনে তখনি তাকে গ্রেপ্তার করা হয় ।তবে গ্রেপ্তার করা হলেও তাকে জেলে পাঠানো হয়নি ।জানা যাচ্ছে আগামী ৪ টা ডিসেম্বর ট্রাম্প কে আবারো হাজিরা দিতে হবে ।
...