���������������������������������

আমেরিকার ইতিহাসে নজির ভেঙে গ্রেপ্তার হলেন ট্রাম্প

Updated : 04/05/2023, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত  ৪ এপ্রিল পর্ণ তারকা কে ঘুষ দিয়ে মুখ বন্ধ করে প্রেসিডেন্ট নির্বাচন প্রভাবিত করার দায়ে অভিযুক্ত হয়েছেন ,দেশের ৪৫ তম  প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প ।আদালতে হাজির হয়ে আত্মসমর্পন করেন তিনি, নিয়ম মেনে তখনি তাকে গ্রেপ্তার করা হয় ।তবে গ্রেপ্তার করা হলেও তাকে জেলে পাঠানো হয়নি ।জানা যাচ্ছে আগামী ৪ টা  ডিসেম্বর  ট্রাম্প কে আবারো হাজিরা  দিতে হবে । ...

ব্রিটেন স্বীকৃতি দিলো করোনার ওষুধ মলনু পিরাভিয়া কে

Updated : 11/05/2021, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ব্রিটেনের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ করোনার  চিকিৎসার  জন্য মলনু  পিরাভিয়া কে যেটি ইনজেকশনের  বদলে রোগী কে খাওয়াতে হয় এটি তৈরি  করেছে মার্ক এবং রিচব্যাক বায়োথেরাপিটিসিস । এম  এইচ আর এ  বক্তব্য ওষুধটি নিরাপদ এবং কার্যকর ।এই ওষুধটি মৃদ্যু থেকে মাজহারী উপসর্গের সব রোগীর ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে ।   ...

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।