খবর > Kolkata

কলকাতা পুরসভার সুরক্ষার জন্য প্রতিটি বাতি স্তম্ভে লাগবে আর্থ মেগার

Updated : 07/10/2022, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা তে বাতি স্তম্ভ থেকে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে  মৃত্যুর হার বেড়ে যাওয়ার ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের  ইলেট্রিক ইঞ্জিনিয়ারিং  বিভাগের  এক অধ্যাপক  আর্থ  মেগার  যন্ত্র লাগাবার প্রস্তাব দেন ।তার পরে মেয়র বলেন  যে ১৪৪ টি ওয়ার্ড এই যন্ত্র 
কিনবে ।তার ফলে বাতিস্তম্ভে  আর্থিংয়ের  সমস্যা থাকলে  অথবা বাতিস্তম্ভ বিদ্যুতায়িত হলে তা ধরা পড়বে  ,এই ছাড়া একটি হোয়াটস আপ নম্বরে  তা ছবি তুলে পাঠানোর কথা বলেন ।

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।