কলকাতা পুরসভার সুরক্ষার জন্য প্রতিটি বাতি স্তম্ভে লাগবে আর্থ মেগার
Updated : 07/10/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা তে বাতি স্তম্ভ থেকে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর হার বেড়ে যাওয়ার ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এক অধ্যাপক আর্থ মেগার যন্ত্র লাগাবার প্রস্তাব দেন ।তার পরে মেয়র বলেন যে ১৪৪ টি ওয়ার্ড এই যন্ত্র
কিনবে ।তার ফলে বাতিস্তম্ভে আর্থিংয়ের সমস্যা থাকলে অথবা বাতিস্তম্ভ বিদ্যুতায়িত হলে তা ধরা পড়বে ,এই ছাড়া একটি হোয়াটস আপ নম্বরে তা ছবি তুলে পাঠানোর কথা বলেন ।