খবর > Economy

কমেছে ভারতের বিদেশী মুদ্রার ভান্ডার

Updated : 07/10/2022, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিগত ১ লা জুলাই শেষ হওয়া সপ্তাহে  ভারতের বিদেশী মুদ্রার ভান্ডার কমেছে ৫০০.৮ কোটি ডলার ।রিসার্ভ ব্যাঙ্কের  তথ্য অনুযায়ী এই বিদেশী মুদ্রার ভান্ডার কমে এসে দাঁড়িয়েছে ৫৮,৮৩১.কোটি  ডলারে ।মূলত বিদেশী মুদ্রা ভান্ডারের পতনের জেরেই 
এই রাশ ,এর আগের সপ্তাহে  ওই ভান্ডার ২৭৩.৪ কোটি  ডলার  বেড়েছিল ।

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।