আগস্টে ঋণ নীতি নিয়ে বৈঠক করবেন রিসার্ভ ব্যাঙ্ক
Updated : 07/16/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী আগস্টে দেশের ঋণ নীতি নিয়ে বৈঠক করতে চলেছে রিসার্ভ ব্যাঙ্ক ।তার আগে বিভিন্ন মেয়াদের ঋনের তহবিল সংগ্রহে ,হিসাব করা সুদ বেড়েছে ১০ বেসিস পয়েন্ট করে । ১ বছরের এমসি এল আর হয়েছে ৭.৫০%।মূলত এই হারের সঙ্গে সাযুজ্য রেখেই গাড়ি -বাড়ি ঋণের মাসিক কিস্তি ঠিক হয় ,তার ফলে আমজনতার পকেট আরও হাল্কা হতে চলেছে ।