খবর > Economy

আগস্টে ঋণ নীতি নিয়ে বৈঠক করবেন রিসার্ভ ব্যাঙ্ক

Updated : 07/16/2022, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী আগস্টে  দেশের  ঋণ  নীতি নিয়ে বৈঠক করতে চলেছে রিসার্ভ  ব্যাঙ্ক ।তার আগে বিভিন্ন মেয়াদের  ঋনের তহবিল সংগ্রহে ,হিসাব করা সুদ  বেড়েছে ১০ বেসিস পয়েন্ট করে । ১ বছরের এমসি এল আর হয়েছে ৭.৫০%।মূলত এই হারের সঙ্গে সাযুজ্য রেখেই গাড়ি -বাড়ি ঋণের মাসিক কিস্তি ঠিক হয় ,তার ফলে  আমজনতার পকেট আরও  হাল্কা  হতে চলেছে ।

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।