তিন অর্থনীতি বিদ কে বঙ্গবিভূষণ পদে সম্মানিত করতে চায় রাজ্য
Updated : 07/19/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জানা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৫ সে জুলাই রাজ্য সরকার ,নোবেল জয়ী দুই অর্থনীতি বিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় , এবং অমর্ত্য সেন এবং দেশের প্রাক্তন মুখ্য আর্থিক উপদেষ্টা কৌশিক বসু কে এই বিশেষ সম্মানে সম্মানিত
করতে পারেন ।জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী নিজে তাদের হাতে এই সন্মান তুলে দিতে পারেন ।