এনপি এ উদ্ধার হয়েছে ৮.৬ লক্ষ্য কোটি টাকা
Updated : 07/19/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল লোকসভা তে এক প্রশ্নের উত্তরে কেন্দ্রের অর্থ প্রতিমন্ত্রী বলেন ,সরকার এবং রিসার্ভ ব্যাঙ্কের শক্তিশালী পদক্ষেপের ফলে গত ৮ টি অর্থবর্ষে ৮.৬ লক্ষ্য কোটি টাকার এনপিএ উদ্ধার হয়েছে ।মন্ত্রীর বক্তব্য ,অর্থনীতির অবস্থা বিভিন্ন ক্ষেত্রে সমস্যা ঋনের গতি বৃদ্ধি সহ কারণে এনপিএ বাড়ে ।