বিগত ত্রৈমাসিকে মুনাফা বাড়ালো আইসিআইসি আই ব্যাঙ্ক
Updated : 07/24/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এপ্রিল -জুন এই ত্রৈমাসিকে সুদু ব্যাঙ্কিং ব্যবসা থেকেই মুনাফা বাড়ালো ৫০% আইসিআইসি আই ব্যাঙ্ক ।গতকাল তারা বলেন অনুৎপাদক সম্পদ কমানোর ফলে তাদের ওই অঙ্ক পৌঁছে গিয়েছে ৬৯০৫ কোটি টাকা তে ।পাশাপাশি আয় বেড়ে হয়েছে ২৮,৩৭৪.৭৬ কোটি টাকা ।