গতকাল অব্দি ২০২১-২২ অর্থবর্ষে ৩ কোটির বেশি রিটার্ন জমা পড়েছে
Updated : 07/26/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আয়কর দফতর থেকে জানানো হয়েছে গতকাল অব্দি ৩ কোটির বেশি রিটার্ন জমা পড়েছে (২০২১-২২). দফতরের তরফে বলা হয়েছে শেষ কয়েকদিনের হুরোহুরি এড়াতে কর দাতারা যেন দ্রুত তা জমা দেন । এই অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে নিট কর আদায় হয়েছে ৩,৫৪,৫৬৯.৭৪ কোটি টাকা ।যা গত বছরের থেকে ৪১% বেশি ।