ইন্ডিয়ান ব্যাঙ্ক ও আইসিআই সিআই ব্যাঙ্ক ঋণের সুদ বাড়ালো
Updated : 08/02/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এর ফলে বাড়ছে মাসিক কিস্তির খরচ । আইসিআই সিআই ব্যাঙ্ক ক্ষেত্রে এক বছরে বাড়ছে এমসি এল আর ১৫ বেসিস পয়েন্ট আর ইন্ডিয়ান ব্যাঙ্কে বাড়ছে ১০ বেসিস পয়েন্ট । ইন্ডিয়ান ব্যাঙ্কের সঙ্গে যুক্ত ট্রেজারি বিলে সুদ ও বেড়েছে ।