চলতি বছরে ২৮ টি সংস্থা বাজারে আইপিও ছাড়বে
Updated : 08/08/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : চলতি বছরের এপ্রিল-জুলাই য়ে দেশের ২৮ টি সংস্থা প্রথম শেয়ার ছাড়ার জন্য সেবির ছাড় পেয়েছে ।তাদের তোলার কথা ৪৫০০০ কোটি টাকা । এই পর্যন্ত যে আইপিও এসেছে ,তার সিংহ ভাগ টাকা ২০,৫৫৭ কোটি গিয়েছে এলআইসির ঘরে ।
সেবির হিসাব বলছে গত বছরের ৫২ টি সংস্থার অর্থ উঠেছিল ১.১১ কোটি টাকা ,আর এই বছরের মে মাসের পরে নতুন কোনো শেয়ার আসেনি