গৃহ ঋণে সুদ বাড়ালো এইচডি এফসি
Updated : 08/09/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রিসার্ভ ব্যাঙ্কের ঋণ নীতি ঘোষণার পরে আবারো গৃহ ঋণে সুদের হার বাড়াতে চলেছে, গৃহ ঋণ সংস্থা এইচ ডি এফসি ।এই নিয়ে নয় দিনে দুই বার । এই দফা তে বাড়ছে ২৫ বেসিস পয়েন্ট ।ফলে বাড়তে চলেছে বর্তমান ও নতুন গ্রাহকদের ঋনের কিস্তির খরচ ।এই নিয়ে মে মাস থেকে ১৪০ বেসিস পয়েন্ট সুদ বাড়ালো তারা ।