রণবীর সিংহের পাশে সোনু সুদ
Updated : 08/10/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রণবীর সিংহের বিতর্কিত ফটো শুট নিয়ে তার পাশে এসে দাঁড়ালেন অভিনেতা সোনু সুদ ,তিনি একটি সাখ্যাত কারে বলেন যখন এমন শুট কেউ করেছেন ,তিনি নিশ্চয় জানেন কি ধরণের প্রতিক্রিয়া আসতে পারে ।সেটা জেনেই করেছেন মানে তিনি সব ধরণের ঝড় ঝাপ্টা সামলাতে প্রস্তুত ।এর আগেও রণবীরের পাশে দাঁড়িয়েছিলেন ,আলিয়া ভাট ,বিদ্যা বালান ও অর্জুন কাপুর ।