টাকার পতন রুখতে বিদেশী মুদ্রা তে নিয়ন্ত্রণ
Updated : 08/10/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : টাকার দামের পতন রুখতে রিসার্ভ ব্যাঙ্ক বাজারে ডলার ছাড়া তে কমেছে বিদেশী মুদ্রা ভান্ডার ।সেই ভান্ডারের ব্যাপারে আস্বস্ত করতে এই বার মাঠে নামলো কেন্দ্র ।গতকাল টুইট করে অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে ৯০ য়ের দশক থেকে
ভারতে বিদেশী মুদ্রার ভান্ডার ৭ গুন্ বেড়েছে ,২০২১-২২ অর্থ বর্ষে পার করেছে ৬০ হাজার ডলার যা বিশ্বে এখন চতুর্থ ।