আবারো নেমে গেলো ভারতের বিদেশী মুদ্রার ভান্ডার
Updated : 08/14/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মাঝখানে এক সপ্তাহ বৃদ্ধির পরে আবারো মাথা নামালো ভারতের বিদেশী মুদ্রার ভান্ডার ।রিসার্ভ ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী গত ৫ ই অগাস্ট শেষ হওয়া সপ্তাহে ,৮৯.৭ কোটি ডলার কমে তা এসে দাঁড়িয়েছে ৫৭,২৯৭.৮ কোটি ডলারে । উল্লেখ্য তার আগের সপ্তাহে এই ভান্ডার বেড়েছিল ২৩১.৫ কোটি ডলার ।