স্বাস্থ্য বীমার বাজারে পা রাখতে এলআইসি
Updated : 08/15/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল এল আই সির চেয়ারম্যান জানান স্বাস্থ্য বীমার বাজারে পা রাখতে এলআইসি।ওই বিষয়টি নিয়ন্ত্রক সংস্থার সবুজ নির্দেশ পেলে তারা এই বিষয় সিদ্ধান্ত নেবেন । উল্লেখ্য ২০১৬ সালে জীবন বীমা সংস্থা গুলিকে নির্দিষ্ট শ্রেণীর বীমা ছাড়া অন্য কোনো ধরণের মেডিক্লাইম আনতে বারণ করেছিল আই আর দি এ ।