দেশের মুদ্রার ভাণ্ডারে বিপুল পতন
Updated : 08/21/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত ১২ অগাস্ট শেষ হয়ে যাওয়া সপ্তাহে ভারতের বিদেশী মুদ্রার ভাণ্ডারে বিপুল পতন লক্ষ্য করা গেলো ।রিসার্ভ ব্যাঙ্কের পাওয়া তথ্য অনুযায়ী যা জানা যাচ্ছে তা হলো ওই সপ্তাহে ২২৩.৮ কোটি ডলার কমে বিদেশী মুদ্রা ভান্ডার এসে দাঁড়িয়েছে ৫৭,০৭৪ কোটি ডলারে ।