এসার ঘোষ্ঠী তাদের বন্দর ব্যবসা বিক্রি করে দিলো
Updated : 08/27/2022, IST
নিউস ঘন্টায় ঘনায় ওয়েবডেস্ক : এসার ঘোষ্ঠী ২৪০ কোটি ডলারের নিজেদের বন্দর ব্যবসা আর্সেলর মিত্তল নিটকন ষ্টিল কে বিক্রি করতে চুক্তি করলো । জানা যাচ্ছে মূলত গুজরাতের হাজিরা তে ইস্পাত কারখানার অধীনে থাকা বন্দর ও বিদ্যুৎ পরিকাঠামো ই বেঁচবে তারা ।আর্সেলরের সাথে মিলে সেইখানে যৌথ উদ্যোগে ৪০ লক্ষ্য টনের তরল প্রাকৃতিক গ্যাস টার্মিনাল ও তৈরি হবে ।২০১৮-১৯ সালের দেউলিয়া আইনে এশার স্টিল কিনেছিলো আর্সেলর ।