খবর > Kolkata

কলকাতা পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডে তৈরি হলো পাম্পিং স্টেশন

Updated : 08/30/2022, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পরিশ্রুত  পানীয় জলের চাহিদা মেটাতে  কলকাতা পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডে তৈরি  হলো বুস্টার পাম্পিং স্টেশন।মঙ্গলবার  কলকাতার মেয়র তার উদ্বোধন করবেন ।পুরসভার সূত্রে জানানো হয়েছে ওই এলাকার বাসিন্দারা এতদিন নলকূপের উপরে নির্ভরশীল  ছিলেন বুস্টার পাম্পিং স্টেশন টি  তৈরি  হয়ে যাওয়াতে  প্রতিদিন  ১৮ লক্ষ্য  লিটার পরিস্রুত পানীয় জল ওয়ার্ডের বিভিন্ন জায়গায় সরবরাহ করা সম্ভব হবে ।

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।