খবর > Kolkata

কলকাতা পুরসভা ও পর্যটন দফতর যৌথ উদ্যোগে তৈরি করতে চলেছেন হোম স্টে

Updated : 08/30/2022, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বাইরের দেশ বিদেশের অতিথিরা কাজে কলকাতায় আসলে  থাকা খাওয়ার  জন্য বাড়ির পরিবেশ চান । সেই লক্ষ্যেই কলকাতা পুরসভা ও পর্যটন দফতর যৌথ উদ্যোগে হোম স্টের ব্যবস্থা তৈরি  করতে কলকাতার বুকে । তারা চাইছেন হোম স্টে  চালু হলে |তার যাবতীয় তথ্য পুরসভা এবং পর্যটন দফতরের ওয়েবসাইটে  থাকবে ।কেউ তার বাড়িকে হোম স্টে  তে পরিবর্তন করলে  তাকে সরকারি  ভাবে প্রশিক্ষণ দেওয়া  হবে এবং অন্যান্য পরিষেবা ।এই জন্য তৈরি  হয়েছে হোম স্টে  ট্যুরিজম  পলিসি  ২০২১।

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।