ফেলুদা কে নিয়ে চলছে অরিন্দম শীলের নতুন ওয়েবসিরিজ
Updated : 09/01/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পরিচালক অরিন্দম শীল বোমক্যেশ বকশী শবর এবং মিতিন মাসি ,বইগুলি সফল ভাবে পরিচালনা করেছিলেন ।এই বার জি ফাইভের ওয়েবসিরিজে সাবাশ ফেলুদা শ্যুটিং শুরু করলেন ,সত্যজিৎ রায়ের গ্যাংটকে গন্ডগোল অবলম্বনে ।তার
এই সিরিজে ফেলুদার চরিত্রে আছেন পরমব্রত ,এই ছাড়া তোপসের চরিত্রে আছে ঋতব্রত মুখ্যোপাধ্যায় ,এই ছাড়াও আছেন রুদ্রানীল ঘোষ ,রজতাভ দত্ত ,ঋত্বিক এবং অরিন্দম নিজেও অভিনয় করেছেন ।