কলকাতা ও বিশ্ব বিদ্যালয়ের পুনর নিয়োগ খারিজ
Updated : 09/14/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতা হাই কোর্টের বিচারপতির ডিভিশন বেঞ্চ ,কলকাতা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী ,পুনর নিয়োগের সরকারি নির্দেশ খারিজ করে দিয়েছেন । সেই সঙ্গে তারা বলেন কোনো রাজ্য সরকারের এক্তিয়ার নেই ও উপাচার্য্যের নিয়োগ অথবা পুনর্নিয়োগের ।২০২১ শালের ২৭ সে অগাস্ট বর্তমান উপাচার্যের মেয়াদ ফুরোনোর পরে ,রাজ্য সরকার তাকে ৪ বছরের জন্য পুনর্নিয়োগ দিয়েছিলেন যা চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করেন এক আইনজীবী ।