খবর > Kolkata

কলকাতা ও বিশ্ব বিদ্যালয়ের পুনর নিয়োগ খারিজ

Updated : 09/14/2022, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতা হাই কোর্টের বিচারপতির ডিভিশন বেঞ্চ ,কলকাতা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী ,পুনর  নিয়োগের সরকারি নির্দেশ খারিজ করে দিয়েছেন । সেই সঙ্গে তারা বলেন কোনো রাজ্য সরকারের  এক্তিয়ার  নেই  ও উপাচার্য্যের  নিয়োগ অথবা পুনর্নিয়োগের ।২০২১ শালের  ২৭ সে অগাস্ট বর্তমান উপাচার্যের মেয়াদ ফুরোনোর পরে ,রাজ্য সরকার তাকে ৪ বছরের জন্য পুনর্নিয়োগ দিয়েছিলেন যা চ্যালেঞ্জ  করে  আদালতে আবেদন করেন এক আইনজীবী ।

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।