কর্মীদের সতর্ক করলো ইনফোসিস
Updated : 09/14/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সংস্থায় কাজ করতে করতে অন্য কোনো কাজ করা যাবেনা বলে কর্মীদের সতর্ক করলো ইনফোসিস কর্তৃপক্ষ ।ই মেল্ করে তথ্য প্রযুক্তি সংস্থাটি তাদের কর্মী দের জানিয়েছেন ,নিয়োগ চুক্তি ভেঙে যদি কোনো কর্মী অন্য কাজ করেন সেই ক্ষেত্রে
তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে ।হারাতে হতে পারে চাকরিও ।