কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী লগ্নি টানতে অনেকটাই পিছিয়ে পশ্চিমবঙ্গ
Updated : 09/15/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল প্রকাশিত কেন্দ্রীয় পরিসংখ্যানে দেখা যাচ্ছে লগ্নি টানার পরিসংখ্যানে অনেকটাই পিছিয়ে পশ্চিমবঙ্গ , চলতি বছরে প্রথম ৭ মাসে লগ্নি টানা বাস্তবায়ন করতে গিয়ে পশ্চিমবঙ্গের স্থান প্রথম দশ য়ের মধ্যেও হয়নি ।জানুয়ারী থেকে
জুলাই অব্দি সারা দেশে প্রায় ১.৭১ লক্ষ্য কোটি টাকার বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে, পশ্চিমবঙ্গে সেই খানে মাত্র ১৬৬৩ কোটি লগ্নি এসেছে ,মোট লগ্নির ১% ও কম ।