খবর > Economy

কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী লগ্নি টানতে অনেকটাই পিছিয়ে পশ্চিমবঙ্গ

Updated : 09/15/2022, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল প্রকাশিত কেন্দ্রীয় পরিসংখ্যানে দেখা যাচ্ছে  লগ্নি টানার  পরিসংখ্যানে অনেকটাই পিছিয়ে পশ্চিমবঙ্গ , চলতি বছরে প্রথম ৭ মাসে  লগ্নি টানা বাস্তবায়ন করতে গিয়ে পশ্চিমবঙ্গের স্থান প্রথম দশ  য়ের  মধ্যেও হয়নি ।জানুয়ারী থেকে 
জুলাই  অব্দি সারা দেশে প্রায় ১.৭১ লক্ষ্য  কোটি টাকার বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে, পশ্চিমবঙ্গে সেই খানে মাত্র ১৬৬৩ কোটি লগ্নি এসেছে ,মোট লগ্নির ১% ও কম ।

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।