খবর > Economy

ঋণে সুদ বাড়লো

Updated : 01/10/2023, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এইচডি  এফ সি ব্যাঙ্ক ও ইন্ডিয়ান ওভারসিস  ব্যাঙ্ক ঋণে  সুদ বাড়ানোর সিদ্ধান্ত  নিলো । এইচ ডি  এফ সির ব্যাঙ্কের  ক্ষেত্রে ঋণে  তহবিল খরচের ভিত্তিতে  স্থির করা সুদ এমসি এল আর ( বেড়েছে ২৫ বেসিস পয়েন্ট  অব্দি ) আর ওভারসিস  ব্যাঙ্কের ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধির হার ৫ বেসিস পয়েন্ট ।

ঋণে সুদ বাড়লো

Updated : 09/15/2022, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : স্টেট ব্যাঙ্ক ঋণের  পিএল আর  ৭০ বেসিস পয়েন্ট বাড়ালো । তা বেড়ে দাঁড়ালো ১৩.৪৫% আর বেস  রেট ও একই পরিমান বাড়িয়ে ৮.৭% করা হয়েছে । এই দুটি ঋণের  সুদ নির্ধারণের পুরোনো পদ্ধতি । যেই সব গ্রাহক এখনো অব্দি এই প্রকল্পে রয়েছেন 
তাদের ঋণের  কিস্তি বাড়বে ,বুধবার থেকে ঋণের  নতুন হার কার্যকর হয়েছে ,ওপর দিকে স্থায়ী আমানতের সুদ বাড়ালো ব্যাঙ্ক অফ বরোদা ।

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।