বিদ্যুতে বিপুল লগ্নির কথা ঘোষণা করলো হিরো ঘোষ্ঠী
Updated : 09/21/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিকল্প বিদ্যুতে যোগ দিতে ভারতের হিরো ঘোষ্ঠী ৪৫ কোটি ডলার অথবা ৩,৫৮৮ কোটি টাকা লগ্নির কথা ঘোষণা করলো ।আন্তর্জাতিক বিনিয়োগকারী সংস্থা কেকে আরের সঙ্গে মিলে ওই টাকা ঢালবে তারা ।সৌর ও বায়ু বিদ্যুৎ ,গ্রিন হাইড্রোজেন ,ব্যাটারি স্টোরেজের মত ক্ষেত্রে লগ্নি করা হবে ।