আগামী সোমবার মুহুরাত লেনদেন হবে স্টক এক্সচেঞ্জে
Updated : 10/22/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী সোমবার দীপাবলি ও নতুন বছর সম্বৎ ২০৭৯ শুরুর উপলক্ষে বিশেষ মুহুরত লেনদেন হবে বিএস ই ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ।ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের এডমিনিস্ট্রেটিভ অফিসার শঙ্করলাল সিংহ জানান সোমবার লেনদেন চলবে সন্ধ্যায় ৬ :১৫ থেকে ৭:১৫ অব্দি ।