কমলো ভারতের বিদেশী মুদ্রার ভান্ডার
Updated : 10/30/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আরো কমলো ভারতের বিদেশী মুদ্রার ভান্ডার রিসার্ভ ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী গত ২১ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে ৩৮৪.০৭ কোটি ডোলার কমে বিদেশী মুদ্রা ভান্ডার এসে দাঁড়িয়েছে ৫২,৪৫২ কোটি ডলারে ।উল্লেখ্য তার আগের সপ্তাহেও ওই ভান্ডার ৪৫০ কোটি ডলার কমেছিল ।