বাণিজ্যিক এলপিজির দ্বর কমে এলো
Updated : 11/01/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতার গৃহস্থের হেঁসেলে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ১০৭৯ টাকা থাকলেও বানিজ্যিক ভাবে ব্যাবরিত হোটেল রেস্তোরাঁর এলপিজির দাম কমলো নভেম্বর থেকে ।তেল সংস্থা গুলির সূত্রের খবর ,আজ থেকে ওই সিলিন্ডারের দাম গত মাসের থেকে ১১৩ টাকা কমে হলো ১৮৪৬ টাকা অক্টোবরে ওই দাম কমেছিল ৩৬.৫০ টাকা ।