গ্রিন বন্ড পাবেনা কোনো কর ছাড়
Updated : 11/04/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতের প্রথম সরকারি গ্রিন বন্ড য়ে কেন্দ্রীয় সরকার কোনো কর ছাড়ের সুবিধা দেবে না বলে জানা যাচ্ছে ।সূত্রের খবর , ডিসেম্বর -মার্চ অব্দি এই ঋণ পত্রের মাধ্যমে বাজার থেকে ১৬ হাজার কোটি টাকা তোলার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের । খরচ করা হবে পরিবেশ বান্ধব পরিকাঠামো ।