কলকাতা তে আজকে চলবে কম মেট্রো
Updated : 11/08/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গুরু নানকের জন্মদিন উপলক্ষে ছুটি থাকায় ,আজকে - মঙ্গলবার শহরে কম মেট্রো চলাচল করবে বলে জানান মেট্রো কর্তৃপক্ষ ।২৮৮ টির জায়গায় আজকে আপ ডাউন মিলিয়ে ২৩৪ টি ট্রেন চলাচল করবে ।তবে পরিষেবা চালু থাকার সময়ের
হের্ ফের হচ্ছে না । সকাল ৬:৫৫ মিনিট থেকে রাত ১০:৩৫ মিনিট অব্দি পরিষেবা চালু থাকবে ।