ব্যাঙ্কের দেনা মেটালেন ডিআইসি জি আই
Updated : 11/14/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত ২০২১-২২ অর্থবর্ষে বিভিন্ন ব্যাঙ্কের আমানত কারীদের বীমার দাবি হিসাবে ৮,৫১৬.৬ কোটি টাকা মিটিয়েছে , ডিপোজিট ইন্স্যুরেন্স এন্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন ।জানা যাচ্ছে দেউলিয়া অথবা সংযুক্তি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া ব্যাঙ্ক এবং যেই সব ব্যাঙ্কের উপরে আর বি আই লেনদেনের নিষেধাজ্ঞা চাপিয়েছিলো তাদের আমানত কারীদের এই টাকা মেটানো হয়েছিল ,একেক জন্য গ্রাহক সর্বাধিক ৫ লক্ষ্য টাকা করে পেতে পারেন ।