আমানতে সুদ বাড়ালো ব্যাঙ্ক অফ বরোদা
Updated : 11/15/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বিভিন্ন আমানতের সুদে ১০০ বেসিস পয়েন্ট অব্দি বাড়ালো ব্যাঙ্ক অফ বরোদা ।এক বছরের বেশি সময় থেকে দুই বছর অব্দি মেয়াদে সুদ বেড়েছে ৬.১০%।দুই থেকে তিন বছরে এটি হয়েছে ৬.২৫%।সিনিয়র সিটিজেন দের ক্ষেত্রে এই হার আরো .৫০% বেশি ।পাশাপাশি সুদ বেড়েছে ৫০ কোটির বেশি থেকে ২০০ কোটি অব্দি আমানতে ,অনাবাসীদের ক্ষেত্রে ১০ বছর অথবা তার বেশি মেয়াদে সুদ বেড়ে দাঁড়িয়েছে ৬.১০%।