সম্পত্তি বেচার জন্য গাঁটছাড়া বাধলো বিএস এন এল
Updated : 11/15/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পাঁচ রাজ্যে ১৩ টি সম্পত্তি বিক্রির জন্য রাষ্ট্রায়াত্ব এম এস টি সির সঙ্গে গাঁটছাড়া বাঁধলো বিএস এন এল ।সম্পত্তি গুলি রয়েছে অন্ধ্র প্রদেশ ,মধ্যে প্রদেশ ,তেলেঙ্গানা ও উত্তর প্রদেশে ।এম এস টিসির পোর্টালের মাধ্যমে সেগুলির বিক্রির জন্য ৫ ডিসেম্বরের মধ্যে দ্বরপত্র চেয়েছে রাষ্ট্রায়াত্ব বিএস এন এল সংস্থা ।