বাজারে রেকর্ড দৌড় শেষ করলো সেনসেক্স
Updated : 11/17/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল সেনসেক্স ১০৭.৭৩ পয়েন্ট বেড়ে সূচক পৌঁছে যায় ৬১,৯৮০.৭২ অংকে ।লেনদেনের মাঝে এক সময় তা ৬২ হাজার পেরিয়ে গিয়েছিলো ।ছুঁয়ে ফেলেছিলো ৬২,০৫২.৫৭ অঙ্ক ।এই উচ্চতা ৫২ সপ্তাহের মধ্যে সব থেকে বেশি ।নিফটি ১৮,৪০৯.৬৫ তে ।বাজার বিশেষজ্ঞ দের সতর্কতা মূল্যবৃদ্ধি ও শিল্প বৃদ্ধি মত জাতীয় অর্থনৈতিক সূচক গুলি অনুকূলে থাকলে ভারতীয় বাজার হাটছে উল্টো পথে ।