মুদ্রা ভান্ডারের অবস্থা
Updated : 11/20/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত ৭ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে ভারতের বিদেশী মুদ্রার ভান্ডার বাড়লো বিপুল পরিমানে ।ভারতের রিসার্ভ ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে , ১৪৭২ কোটি ডলার বেড়ে মুদ্রা ভান্ডার পৌঁছেছে ৫৪,৪৭২ কোটি ডলারে ।এই উত্থান ২০২১ শালের অগাস্ট য়ের পরে সব থেকে বেশি ।তবে ২০২২ শালের মার্চ থেকে এই ভান্ডার এখনো ১১ হাজার কোটি টাকা পিছিয়ে ।