ভারত ২০৫০ সালের মধ্যে দ্বিতীয় বৃহ্যতম অর্থনীতি হবে
Updated : 11/20/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল মুম্বাইয়ের ওয়ার্ল্ড কংগ্রেস অফ একাউন্টসের বক্তব্য রাখতে গিয়ে এশিয়ার ধনীতম ব্যক্তি গৌতম আদানি বলেন ,তার আশা ২০৫০ শালের মধ্যে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহ্যতম অর্থনীতি হয়ে উঠবে ।তিনি জানান ১ লক্ষ্য কোটি ডলারে পৌঁছতে ৫৮ বছর সময় লেগেছে ।তিনি বলেন একটা সময় আসবে যখন ১২-১৮ মাসের মধ্যে জিডিপি তে ১ লক্ষ্য কোটি ডলার করে যোগ করবেন ভারত ।