বিশ্ব জুড়ে মন্দার মধ্যেও ভারত থাকবে বৃদ্ধি তে
Updated : 11/21/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাজীব কুমারের মত বিশ্বে পরিস্থিতি যাই হোক না কেন ,দেশে মন্দার আশঙ্কা নেই ।উপদেষ্ঠা সংস্থা ডেলয়েট ইন্ডিয়া দাবি করেছে বিশ্ব জুড়ে মন্দার চোখরাঙানি মধ্যে চলতি অর্থবর্ষে ৬.৫% থেকে ৭.১% হতে পারে ।তবে ডেলয়েটের দাবি পরের বছরের শুরুতে চাপ বাড়তে পাড়ে ভারতের উপরে,কারণ পশ্চিম দুনিয়া তে চাহিদা কমা তে রফতানি নিম্নমুখী ।