দেশ জুড়ে ব্যাঙ্কে ৫ দিনে সপ্তাহ চালু হওয়ার পথে
Updated : 11/22/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সূত্রের খবর খুব শিগ্রই সারা দেশ জুড়ে ৫ দিনের সপ্তাহ চালু হওয়ার পথে ।সোম থেকে শুক্র এই পাঁচ দিন ব্যাঙ্ক খোলা থাকবে ,শনি ও রবিবার ছুটি ।এই প্রস্তাব টি নীতিগত ভাবে মেনে নিয়েছেন আই বিএ।সপ্তাহে ছুটি বেড়ে যাওয়া তে ওই সময়টা
যাতে অন্যান্য দিন পুষিয়ে দেওয়া যায় তাই নিয়ে কথা হচ্ছে ।তবে এই নিয়ম চালু হলে তা রাষ্ট্রায়াত্ব ও বিদেশী ব্যাঙ্কের ক্ষেত্রেও চালু হবে ।