হস্তান্তর সম্পূর্ণ করলো এসার ঘোষ্ঠী
Updated : 11/22/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আর্সেলর মিত্তল নিপ্পন স্টিল ইন্ডিয়া কে গুজরাট ও ওড়িশা তে নিজেদের বন্দর ও বিদ্যুৎ পরিকাঠামো সম্পূর্ণ বিক্রি করলো এসার ঘোষ্ঠী ২০৫ কোটি ডলারে ,প্রায় ১৬,৫০০ কোটি টাকা তে এই হাত বদল সম্পূর্ণ হয়েছে ।এই বিক্রির হাত ধরে
ঋণ মুক্ত সংস্থায় পরিণত হওয়ার প্রক্রিয়া কে শেষ করলো এসার ।