কলকাতা পুরসভা বকেয়া ওয়ার্ড গুলিতে এলইডি লাগানোর ব্যবস্থা করলো
Updated : 11/22/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সমস্ত ওয়ার্ডে পরিবেশ বান্ধব এলইডি আলো লাগানোর সিদ্ধান্ত আগেই নিয়েছে কলকাতা পুরসভা ।সেই মত ওয়ার্ড ভিত্তিক ভাবে আলো লাগানো হয় নির্দিষ্ঠ সময় অন্তর ।তার পরেও দেখা যাচ্ছে অনেক এলাকা এখনো এলইডি আলোর আওতায় আসেনি সেই সব জায়গা চিন্নিত করে আলো বসানো হচ্ছে । ৭ নম্বর বোরোর অধীনস্থ এলাকাতে ওই আলো বসাতে খরচ হবে প্রায় ৮ লক্ষ্য টাকা ।