ভারতের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি তে সায় দিলো অস্ট্রেলিয়া
Updated : 11/23/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত এপ্রিলে দুই দেশের মধ্যে অবাধ বাণিজ্য নিয়ে চুক্তি হয়েছিল,কার্যকর হওয়ার কথা জানুয়ারী ২০২৩ থেকে,এর হাত ধরে ৫ বছরে এই দুই দেশের মধ্যে বাণিজ্য ৪,৫০০-৫০০০ কোটি ডলারে পৌঁছাবে বলে অনুমান ।বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়াল এই অনুমোদনে সন্তোষ জানিয়ে এর পরে ব্রিটেনের সঙ্গে অবাধ বাণ্যিজ্য চুক্তি এগিয়ে নিয়ে যেতে যান আগামী মাসের পরে দফায় দফায় এই নিয়ে আলোচনা হবে ।