দেশে কমলো প্রত্যক্ষ এফডিআই
Updated : 11/24/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এপ্রিল থেকে সেপ্টেম্বর এই ত্রৈমাসিকে ভারতে প্রত্যক্ষ বিদেশী লগ্নি কমলো ।শিল্প উন্নয়ন ও অভন্তরীন বাণিজ্য দফতরের তথ্য অনুযায়ী গত বছরের চেয়ে ১৪% কমে তা হয়েছে ২৬৯০ কোটি ডলার ।নতুন এফডিআই ,আয়ের পুনর বিনিয়োগ সহ সামগ্রিক বিদেশী লগ্নিও কমেছে ।