ভারতীয় বিদেশী মুদ্রা ভান্ডারের বর্তমান পরিস্থিতি
Updated : 11/27/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত ১৮ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে বাড়লো ভারতের বিদেশী মুদ্রার ভান্ডার ।রিসার্ভ ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে ২৫৩.০৭ কোটি ডলার বেড়ে মুদ্রা ভান্ডার গিয়ে পৌঁছেছে ,৫৪,৭২৫.২ কোটি ডলারে । মাথা তুলে দাঁড়িয়েছে সোনার মজুদ ও ।তার |আগের সপ্তাহে ১৪৭২ কোটি ডলার বেড়ে মুদ্রা ভান্ডার পৌঁছেছিল ৫৪,৪৭২ কোটি ডলারে । ২০২১ সালে আগষ্টের পরে এইটি সর্বাধিক বৃদ্ধি ।