পে টি এম কে ব্যবসা চালানোর জন্য নির্দেশ দিলো রিসার্ভ ব্যাঙ্ক
Updated : 11/27/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পেইমেন্ট এগ্রিগেটরের ব্যবসা চালাতে ফের পে টি এম কে ফের লাইসেন্স জমা দেওয়ার নির্দেশ দিলো রিসার্ভ ব্যাঙ্ক ।এর আগে তাদের মূল ব্যবসা one 97 communications এর আর্জি জানালেও তা খারিজ করেছিল শীর্ষ ব্যাঙ্ক ।আবারো ১২০ দিনের মধ্যে ফের তা জমা দিতে বলেছেন তারা ।জানা যাচ্ছে আবেদন না করা অব্দি অনলাইন ব্যবসায়ীদের একাউন্ট তৈরি করতে পারবে না পে টি এম ।