শেয়ার বাজারের হালচাল ফিরছে বিদেশী লগ্নি কারীদের হাত ধরে
Updated : 11/28/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মন্ত্রক সূত্রে জানা গিয়েছে ভারতের শেয়ার বাজারে আস্থা ফিরছে বিদেশী লগ্নিকারীদের ।তাদের হাত ধরেই চলতি মাসে শেয়ারে ৩১,৬৩০ কোটি টাকা ঢেলেছে তারা ।সংশ্লিষ্ট মহলের মতে এরাই অক্টোবর ও সেপ্টেম্বর মাসে এরাই ভারতের শেয়ার বেছেছিল ।আগামী দিনে যাতে সেই পথে তারা না হাটে তার ইঙ্গিত আছে ।ওই ২ মাসে তারা ৭৬২৪ কোটি টাকার শেয়ার বিক্রি করেছিল এবং আগস্টে কিনেছিলো ৫১,২০০ কোটি টাকার শেয়ার ।