চলতি অর্থ বর্ষে এপ্রিল থেকে অক্টোবর ভারতের সোনা আমদানি ১৭.৩৮% কমেছে
Updated : 11/28/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এই সময়ে ২৪০০ কোটি ডলার মূল্যের সোনা এসেছে দেশে ।২০২১-২২ সালে এপ্রিল থেকে অক্টোবর সেই পরিমান ছিল ২৯০০ কোটিডলার ।উল্লেখ্য উৎসব মরশুমে প্রায় ২৭% কম সোনা আমদানি করেছে ভারত ,আর রুপার ক্ষেত্রেও তাই ।