আমাজন একের পর এক ব্যবসা বন্ধ করছে ভারতে
Updated : 11/30/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আমাজন ফুড ও আমাজন একাডেমির পর ভারতে এই বার পাইকারি ব্যবসার একাংশ বন্ধ করতে চলেছে আমাজন । ই কমার্স সংস্থাটির তরফে জানানো হয়েছে কর্ণাটকের তিনটি জেলা তে আমাজন ডিস্ট্রিবিউশনের আওতায় চলা ব্যবসা বন্ধ হবে ।
তবে মূল এপ আমাজন .ইন অধীনে পাইকারি ব্যবসা আমাজন বিজনেস চালু থাকবে ।